প্রকাশিত: Fri, Dec 15, 2023 10:15 PM
আপডেট: Mon, Jan 26, 2026 3:31 AM

[১]একতরফা সাজানো ডামি নির্বাচন নিয়ে স্বোচ্চার হতে গণতান্ত্রিক বিশ্বকে তাগিদ রিজভীর

রিয়াদ হাসান: [২] বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আরও বলেন, আওয়ামীলীগ ২০১৪ সালে বিনা ভোটে অটোপাস এবং ২০১৮ সালে মধ্যরাতে ভোট ডাকাতি করে ক্ষমতায় আসলেও এবার আর কোন রাখ-ঢাক নেই তাদের।

[৩] শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকালে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

[৪] রিজভী বলেন, একদল উচ্চ শিক্ষিত তথাকথিত আত্মা ও ব্যক্তিত্ব বিক্রি করা বুদ্ধিজীবি ব্যস্ত আছেন নির্বাচনে নৌকা জিতবে কত আসনে সেই হিসাব নিয়ে। প্রশাসন ব্যস্ত কিভাবে নির্বাচন করলে জনগণ বুঝতে পারবে না যে এটা পাঁতানো নির্বাচন হচ্ছে সেই কৌশল নিয়ে। মাফিয়া চক্রের ব্যবসায়ী সিন্ডিকেট ব্যস্ত শেখ হাসিনার হাতে জিম্মি জনগণের এই মহাবিপদের সময়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কিভাবে বাড়ানো যায় সেই কৌশল নিয়ে। আর জনগন লড়াই করছে জীবন বাচানোর যুদ্ধে।

[৫] বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, পাশ্ববর্তী দেশের পরিকল্পনার অংশ হিসেবে ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনের পূর্ববর্তী সময়ের মতো আগামী ৭ জানুয়ারির ভাগ বাটোয়ারার নির্বাচনের প্রাক্কালে জঙ্গী নাটক মঞ্চস্থ করার পরিকল্পনা করছে সরকার। 

[৬] তিনি বলেন, আমি গণতান্ত্রিক বিশ্বের কাছে আহ্বান করছি আপনারা শেখ হাসিনা ও তার প্রভুদের প্রপাগান্ডাকে বিশ্বাস না করে আওয়ামী লীগের একতরফা সাজানো ডামি নির্বাচন নিয়ে স্বোচ্চার হোন এবং এদেশের জনগণের একান্ত চাওয়া গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসুন।

[৭] রিজভী জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৮০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, আহত হয়েছে ৪৩৬ জন এবং মামলা দায়ের করা হয়েছে ৪টি। এসব মামলায় আসামি করা হয়েছে ৪৩৬ জন নেতাকর্মীকে। সম্পাদনা: ইকবাল খান